লভ্যাংশ নেই ৭ বছর, তবু বাড়ছে শেয়ারের দর

সাত বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ‍্যাংশ না দিলেও ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম বাড়ছে কোনো কারণ ছাড়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 06:36 AM
Updated : 22 Jan 2018, 06:36 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

২৪ ডিসেম্বর শেয়ারটির দাম ছিল ৩৫ টাকা ৫০ পয়সা, যা ২১ জানুয়ারি প্রায় ২৬ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৪৪ টাকা ৫০ পয়সা হয়েছে।

এই দাম বৃদ্ধির হারকে অস্বাভাবিক ধরে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির কাছে কারণ জানতে চাইলে কোম্পানি জানায়, দাম বাড়তে পারার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

২০১০ সালে সর্বশেষ বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৩ সাল থেকে লোকসানে আছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ।