একঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৩২ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় দিনে প্রথম ঘন্টায় দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 06:15 AM
Updated : 22 Jan 2018, 06:18 AM

রোববার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।