লোকসান বেড়েছে অলটেক্সের

চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 08:14 AM
Updated : 21 Jan 2018, 08:14 AM

২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সময়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা।

এদিকে অক্টোবর-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৮ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা।

পুঁজিবাজারে জেড ক্যাটাগরিতে লেনদেনে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে তালিকাভুক্ত হয়।

গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য  রয়েছে ২২ টাকা ৪৭ পয়সা।