স্বল্প সুদে ঋণ পেতে সরকারের সহায়তা চায় ওয়েস্টার্ন মেরিন

জাহাজ নির্মাণকে নতুন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে এ খাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের জন্য সরকারের সহায়তা চেয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 08:17 PM
Updated : 20 Jan 2018, 08:17 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দেশে ব্যবহার ও রপ্তানির জন্য এ পর্যন্ত তারা ১৪৩টি জাহাজ নির্মাণ করেছেন। এর মধ্যে ৩১টি জাহাজ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে।

এছাড়া ভারত, নেদারল্যান্ডস ও নরওয়েতে যোগান এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বর্তমানে ৩৮টি জাহাজ নির্মাণ চলছে বলে জানান তিনি।

সাইফুল ইসলাম বলেন, গত ১০ বছরে তাদের কোম্পানি এককভাবে ৩১টি জাহাজ রপ্তানির মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলার বৈদেশিক মূদ্রা অর্জন করেছে।

“বর্তমানে এই কোম্পানির কারণে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ছে।”

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহাজ নির্মাণ খাতের একমাত্র কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

উদীয়মান ও ভারী শিল্প বিবেচনায় স্বল্প মেয়াদে উচ্চ হারে সুদে ঋণ নিয়ে এই শিল্পের বিকাশ কঠিন বলে মন্তব্য করেন এর চেয়ারম্যান সাইফুল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, স্বতন্ত্র পরিচালক আব্দুল মবিন, ক্যাপ্টেন সোহেল হাসান ও ওয়ালি উল মারুফ মতিন উপস্থিত ছিলেন।