আইপিও আনছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

পুঁজিবাজারে প্রাথমিক শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহের জন্য ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড নিয়ন্ত্রক সংস্থার সায় পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 01:34 PM
Updated : 16 Jan 2018, 01:34 PM

রাজধানীর শেরেবাংরা নগরে মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় কোম্পানির প্রাথমিক গ্রণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা তুলবে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে এককভাবে ১০ টাকা ৪৯ পয়সা; শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এককভাবে ৬৭ পয়সা।

প্রতিষ্ঠানটির পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানিকে একত্রিত করলে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয় ১৩ টাক ৮৭ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা হয় সমন্বিতভাবে ১ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।