বড় দরপতনেও বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মধ্যে শেয়ার সরবরাহ বেড়ে গেছে, যার ফলে বেড়েছে লেনদেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 09:54 AM
Updated : 15 Jan 2018, 11:56 AM

টানা পতনের ধারায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৭ পয়েন্টে।

হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির ও অপরিবর্তিত রয়েছ ৪০টির।

দরপতনের মধ্যেই হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা এবং অর্থ দুটোই বেড়েছে। এদিন হাতবদল হয়েছে নয় কোটি ৮৮ লাখ শেয়ার; যা আগের দিনের চেয়ে এক দশমিক ১৫ শতাংশ বেশি।

লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড; যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম।

লেনদেন বাড়লেও শুধু ওষুধ খাত ছাড়া বাকী সব খাতই দর হারিয়েছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আগের দিনের চেয়ে ৪৫ শতাংশ লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি টাকায়। এ খাতের বাজার মূলধন কমেছে এক দশমিক ৮০ শতাংশ।

প্রায় ৯২ শতাংশ লেনদেন বেড়েছে টেলিযোগাযোগ খাতে। ৪০ কোটি টাকা লেনদেন হওয়া এ খাত দর হারিয়েছে দশমিক ৫১ শতাংশ।

টেলিযোগাযোগ খাতের মধ্যে ৯৭ শতাংশ লেনদেনই হয়েছে গ্রামীণ ফোনে।

ওষুধ খাতে মুনাফা এসেছে দশমিক ৪৭ শতাংশ। ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে এ খাতে; যা আগের দিনের চেয়ে ৫৮ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোজ, মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল টিউবস।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- পপুলার লাইফ ইন্সুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, ম্যারিকো বাংলাদেশ, বাটা স্যু ও রেনাটা।

দর হারানোর শীর্ষে রয়েছে- জুট স্পিনার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, বিডি অটোকার ও দেশবন্ধু পলিমার।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমেছে।

অপরদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা বেড়ে ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় দশমিক ১৬৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।