৮৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা এনার্জি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টকে ৮৬ কোটি টাকায় মেঘনা এনার্জি লিমিটেড অধিগ্রহণে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 07:42 AM
Updated : 15 Jan 2018, 11:19 AM

কোম্পানিটির সরবরাহ করা এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী বেসরকারি খাতের ছোট দেশি কোম্পানি মেঘনা এনার্জির ৯৯.৯৯ শতাংশ শেয়ার ৯১ কোটি সাত লাখ ৫০ হাজার ২২০ টাকায় কিনতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমোদন চেয়েছিল বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট।

বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার (৯৯.৯৯ শতাংশ) অধিগ্রহণের জন্য ৮৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬১০ টাকা বিদেশে পাঠানোর অনুমতি দিয়ে চিঠি দিয়েছে।

আর এই পাইকারি লেনদেন সম্পন্ন করতে এই টাকার মধ্য থেকে মাত্র ৫ কোটি ১০ হাজার ৫৮৯ টাকা হাইডেলবার্গ সিমেন্ট সেন্ট্রাল ইউরোপ ইস্ট হোল্ডিংস বিভি, নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ব্লকড টাকা অ্যাকাউন্টে স্থানান্তরে কোম্পাটিকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।