বিদেশি কোম্পানিকে সঙ্গে নিচ্ছে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ বিদেশি একটি কোম্পানির সঙ্গে মিলে যৌথ উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 11:26 AM
Updated : 14 Jan 2018, 11:26 AM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি কোম্পানি করবে বার্জার পেইন্টস বাংলাদেশ।

যৌথ মালিকানার কোম্পানিতে সমান অংশীদারিত্ব থাকবে বার্জার পেইন্টস ও ফসরক ইন্টারন্যাশনালের। কোম্পানিটি অবকাঠামো নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও প্রযুক্তি নির্মাণ ও বাজারজাত করবে।

এদিকে রোববার পুঁজিবাজারে বড় দরপতনের মধ্যেও বার্জার পেইন্টসের শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ২১ শতাংশ বেশি।

শেয়ারটির রোববারের সমাপনী দর ছিল ২ হাজার ১৮২ টাকা ৯০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২ হাজার ১১৫ টাকা।

২০০৬ সালে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের ৯৫ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। বাকি শেয়ারের মধ্যে ২ দশমিক ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে, ২ দশমিক শূন্য ৬ শতাংশ বিদেশিদের এবং দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

কোম্পানিটি সর্বশেষ ১৫ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের।

একই সময়ে ১৫ মাসে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০৩ টাকা ২০ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৭৩ টাকা ৭০ পয়সা।

আর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০৯ টাকা। এর আগের ১৫ মাসে যা ছিল ৭৭ টাকা ২০ পয়সা।