বিদেশি কোম্পানিকে সঙ্গে নিচ্ছে বার্জার পেইন্টস
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2018 05:26 PM BdST Updated: 14 Jan 2018 05:26 PM BdST
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ বিদেশি একটি কোম্পানির সঙ্গে মিলে যৌথ উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে।

ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি কোম্পানি করবে বার্জার পেইন্টস বাংলাদেশ।
যৌথ মালিকানার কোম্পানিতে সমান অংশীদারিত্ব থাকবে বার্জার পেইন্টস ও ফসরক ইন্টারন্যাশনালের। কোম্পানিটি অবকাঠামো নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও প্রযুক্তি নির্মাণ ও বাজারজাত করবে।
এদিকে রোববার পুঁজিবাজারে বড় দরপতনের মধ্যেও বার্জার পেইন্টসের শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ২১ শতাংশ বেশি।
শেয়ারটির রোববারের সমাপনী দর ছিল ২ হাজার ১৮২ টাকা ৯০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২ হাজার ১১৫ টাকা।
২০০৬ সালে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের ৯৫ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। বাকি শেয়ারের মধ্যে ২ দশমিক ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে, ২ দশমিক শূন্য ৬ শতাংশ বিদেশিদের এবং দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
কোম্পানিটি সর্বশেষ ১৫ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের।
একই সময়ে ১৫ মাসে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০৩ টাকা ২০ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৭৩ টাকা ৭০ পয়সা।
আর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০৯ টাকা। এর আগের ১৫ মাসে যা ছিল ৭৭ টাকা ২০ পয়সা।
-
পুঁজিবাজারে ‘প্রি-ওপেন সেশন’ বন্ধ হল
-
পি কে হালদারের নামে সব শেয়ার অবরুদ্ধ
-
সাত দিনে ডিএসই সূচক পিছিয়ে গেল ১০ মাস
-
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
-
আরও বড় পতনে ডিএসই সূচক ১০ মাস আগের অবস্থানে
-
পঞ্চম দিনে গড়াল পতন
-
পি কে হালদারের ২ কোম্পানির শেয়ারদর বাড়ল সর্বোচ্চ
-
পুঁজিবাজারে সূচক পতন চলছেই
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়