পুঁজিবাজারে বড় দরপতন

শেষ পর্যন্ত আগের কার্যদিবসের ইতিবাচক ধারা বজায় রাখতে পারল না দেশের পুঁজিবাজার; প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনে শেষ হল লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 10:39 AM
Updated : 14 Jan 2018, 11:42 AM

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে শেষে দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের প্রধান মূল্য সূচক প্রায় এক শতাংশ কমেছে।

আগের দিনের চেয়ে লেনদেন কমার পাশাপাশি বাজারে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে এবং দিনের শেষ পর্যন্ত পতনের ধারায় চলতে থাকে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬১ পয়েন্ট বা প্রায় দশমিক ৯৯ শতাংশ কমেছে।

এর আগে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ডিএসইএক্সের সর্বোচ্চ পতন হয়েছিল। সেদিন ১ দশমিক শূন্য ২ শতাংশ সূচক পতন হয়েছিল।

রোববার দিন শেষে ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি টাকা ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৫৩টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪টির।

এদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা কমে ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৮৩ দশমিক ০২ পয়েন্ট কমে ১৮ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।