জুট স্পিনার্সের দরবৃদ্ধি অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্সের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 08:50 AM
Updated : 14 Jan 2018, 08:51 AM
দরবৃদ্ধি নিয়ে দেওয়া নোটিসের এই জবাব রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ১ জানুয়ারি জুট স্পিনার্সের শেয়ারের দর ছিলো ১০৪ টাকা ৩০ পয়সা, যা ১১ জানুয়ারিতে বেড়ে ১৬৬ টাকায় ৪০ পয়সায় উঠে।

অর্থাৎ নয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬২ টাকা ১০ পয়সা বা ৫৯ দশমিক ৫৪ শতাংশ, যেটাকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

তাই কারণ জানতে চেয়ে ডিএসই জুট স্পিনার্স কর্তৃপক্ষের কাছে নোটিস পাঠালে জবাবে কোম্পানিটি বলেছে, শেয়ারটির এই দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।