দরপতনের ধারায় ফিরল পুঁজিবাজার

গত সপ্তাহের শেষ দিন সূচকের কিছুটা ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হলেও সেই ধারায় থাকতে পারল না পুঁজিবাজার।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 07:29 AM
Updated : 14 Jan 2018, 07:30 AM

রোববার লেনদেন শুরুর পর প্রথম আড়াই ঘণ্টায় শেয়ারের মূল্য সূচক পতনের পাশাপাশি দেশের দুই বাজারেই হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১২টা ৫৬মিনিট নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ৬ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৫ দশমিক ৮৫ পয়েন্টে; এবং  ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ পয়েন্টে।

এদিকে বেলা ১টা ৪ মিনিট নাগাদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৩২ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।