শেষ দিনে সূচকে ঊর্ধ্বগতি

টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ দিনে শেয়ারের মূল্যসূচক ইতিবাচক রেখেই লেনদেন শেষ হলো পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 11:47 AM
Updated : 11 Jan 2018, 12:00 PM

বৃহস্পতিবার শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন এবং বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।

এদিন লেনদেন শুরুর পর কিছুক্ষণ ঢাকা ও চট্টগ্রামের বাজারে শেয়ারের মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও পরে বিক্রির চাপে তা টিকে থাকেনি। তবে শেষের দুই ঘণ্টায় শেয়ারের মূল্য ক্রমাগত বেড়ে ইতিবাচক রেখেই লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা কম।

এই বাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, দাম কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে প্রায় ছয় হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে; ডিএসই শরিয়াহ সূচক তিন দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ছয় দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে প্রায় দুই হাজার ২৬০ পয়েন্টে রয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইলস, আমরা নেটওয়ার্কস, ন্যাশনাল টিউবস, বিডি-থাই আলুমিনিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বাড়ার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হল- বাংলাদেশ অটোকারস, গ্লোবাল হেভি কেমিক্যালস, মতিন স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ।

দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হল- আলিফ ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস, আজিজ পাইপস, হাওয়েল টেক্সটাইলস, বঙ্গজ, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লোয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড ও ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। 

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কমে ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে দশমিক ৪৭ পয়েন্ট কমে প্রায় ১৯ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।