দরপতনের ধারায় পুঁজিবাজার

নতুন বছরের তৃতীয় সপ্তাহে টানা দ্বিতীয় দিনের মতো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলো দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 11:13 AM
Updated : 9 Jan 2018, 01:33 PM

মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচক ও লেনদেন কমার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক কিছুটা বাড়লেও পরে ধারাবাহিক পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি টাকা ১২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ৪২ লাখ টাকা কম। হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছ ৬৮টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ৬ হাজার ১৯৮ পয়েন্টে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৯১ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি ৩৮ লাখ টাকা কমে ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৫২ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৯ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।