ক্যাটাগরি উন্নয়নে দর বাড়লো আজিজ পাইপসের

ক্যাটাগরি উন্নয়নের খবরে শেয়ারের দর বাড়ার শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 10:50 AM
Updated : 9 Jan 2018, 11:06 AM

দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে বুধবার বি ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেনে আসছে প্রকৌশল খাতের কোম্পানিটি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ খবর প্রকাশের পর শেয়ারটির দর ৭ দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৬৬ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

দীর্ঘদিন লোকসানে থেকে ২০১৬-১৭ অর্থবছরে লাভের মুখ দেখেছে আইজ পাইপস। এবছর কোম্পানিটি ১০ টাকা প্রতিটি শেয়ারে মুনাফা করেছে ৫৭ পয়সা।

লাভের মুখ দেখায় ১১ বছর পর বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ক্যাটাগরি পরিবর্তনের পর লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সর্বশেষ নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আজিজ পাইপস মুনাফা করেছে ২৭ লাখ টাকা। যদিও কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএনভি) নেতিবাচক ৫৩ টাকা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া মাত্র পাঁচ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোস্পানির ৩৬ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা/পরিচালকদের হাতে।

প্রতিষ্ঠানিক বিনিয়োগিকারীদের কাছে রয়েছে চার দশমিক ৬২ শতাংশ এবং বাকী ৫৮ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগিকারীদের কাছে।

সরকারি প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধি কামাল হোসনে গাজী আইজ পাইপসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।