লভ্যাংশ নেই ইউনাইটেড এয়ারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসামরিক বিমান চলাচল কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ গত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 07:27 AM
Updated : 9 Jan 2018, 07:35 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিধি লঙ্ঘনে দণ্ডপ্রাপ্ত কোম্পানিটির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৮ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি রয়েছে ৭ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড ডেট পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।