বিদ্যুৎকেন্দ্র বসাতে অংশীদার বদলাল প্যারামাউন্ট টেক্সটাইল

বিদ্যুৎকেন্দ্র বসাতে গঠিত কনসোর্টিয়ামের অংশীদার বাদ নিয়ে নতুন কোম্পানিকে অন্তর্ভুক্ত করেছে প্যারামাউন্ট টেক্সটাইল।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 08:38 AM
Updated : 8 Jan 2018, 08:40 AM

বাংলা ট্র্যাক লিমিটেডের সঙ্গে মিলে নতুন ‘প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি কনসোর্টিয়াম’ গঠন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

কনসোর্টিয়ামের নতুন অংশীদার ও নাম ছাড়া অন্যা বিষয় অপরিবর্তি থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

তাতে ৫০ শতাংশ মালিকানা থাকবে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর বাকি ৫০ শতাংশের মালিকানা হবে বাংলা ট্রেক লিমিটেডের।

এর আগে প্যারামাউন্ট টেক্সটাইল ও অ্যাকরন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস যৌথভাবে ২০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল।