দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূলসূচকের পতন হয়েছে; কমেছে লেনদেনের পরিমাণও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 11:29 AM
Updated : 7 Jan 2018, 11:29 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৩৩ কোটি ৭৬  লাখ টাকা কম।

ওই দিন এই বাজারে ৫১৮ কোটি ৭৬ লাখ টাকোর শেয়ার হাতবদল হয়।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে রোববার ২৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।