হাতবদলে এগিয়ে ব্যাংক খাতের শেয়ার

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের শেয়ারের লেনদেন হয়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 07:34 AM
Updated : 6 Jan 2018, 07:34 AM

ডিএসইতে গত সপ্তাহে সবমিলিয়ে যত শেয়ার লেনদেন হয়েছে, তার ২০ শতাংশই ছিল ব্যাংক খাতের শেয়ার।

খাতওয়ারী শীর্ষ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত; গেল সপ্তাহে এ খাতের ১৬ শতাংশ শেয়ার হাতবদল হয়েছে।

১৩ শতাংশ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ শতাংশ, ওষুধ খাতে ৮ শতাংশ, আর্থিক খাতে ৬ শতাংশ, সিমেন্ট ও খাদ্য খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ এবং জীবন বিমা, আইটি ও সেবা-আবাসন খাতের ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া সাধারণ বিমা ও মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারি এবং সিরামিক খাতে ১ শতাংশ করে শেয়ার হাতবদল হয়েছে।

খাতের দর

বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনে ১৬টি খাতের শেয়ার দর বেড়েছে খাতে; অন্যদিকে দর কমেছে মাত্র চারটি খাতের।

এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে; এই খাতে ৪ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতে, ৩ দশমিক ৬১ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ১ দশমিক ৬৯ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৮৫ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৬০ শতাংশ, আর্থিক খাতে ২ দশমিক ৩৪ শতাংশ এবং বিবিধ খাতে ২ দশমিক ১৩ শতাংশ দর বেড়েছে।

এছাড়া ভ্রমণ-অবকাশ খাতে ২ দশমিক ১১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৬৪ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৪৩ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১ দশমিক ২৪ শতাংশ, পাট খাতে দশমিক ৮৫ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৫৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৩২ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দশমিক শূন্য ৫ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমার চারটি খাতের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক ও সিমেন্ট খাতে। এই দুই খাতে দশমিক ৭৭ শতাংশ দর কমেছে। জীবন বিমা খাতে দশমিক ৩৭ শতাংশ ও কাগজ খাতে দশমিক ৪২ শতাংশ দর কমেছে।