ডিএসইর বাজার মূলধনে রেকর্ড

বাজার মূলধনে সর্বোচ্চ রেকর্ড গড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 11:10 AM
Updated : 3 Jan 2018, 11:41 AM

বুধবার ডিএসইতে বাজার মূলধনের পাশাপাশি ডিএসইএস বা শরীয়াহ সূচক ও ডিএস৩০ সূচকও সর্বোচ্চ পর্যায়ে ছিল।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে চার হাজার ২৮৫ কোটি টাকা।

এর আগে ঢাকার বাজারে ২০১৭ সালের ২৩ নভেম্বর সর্বোচ্চ বাজার মূলধন ছিল চার হাজার ২৬২ কোটি টাকা।

নতুন বছরের তৃতীয় দিন বুধবার দিনের শুরু থেকেই ডিএসইর সূচক ঊর্ধ্বগতিতে ছিল; দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৬০ শতাংশ বেড়ে লেনদেন হয়।

এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কমলেও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।

সূচকের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

বুধবার ডিএসইতে হাতবদল হওয়া ৮০ শতাংশ ব্যাংকের শেয়ার ও ৯৪ শতাংশ জ্বালানি খাতের শেয়ারের দাম বেড়েছে।

এদিন বাজারে লেনদেন আগের দিনের চেয়ে আগের দিনের চেয়ে ৩০ কোটি ৩২ লাখ টাকা কমে ৫৭৬ কোটি টাকা ৫৭ লাখ টাকা হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরীয়াহ ৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৪১১ পয়েন্টে ঠেকেছে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ৩০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা কমে ৩০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১২০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান করছে।