৩ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পূঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 09:37 AM
Updated : 3 Jan 2018, 12:03 PM

এগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে সবগুলোই একই জবাব দিয়েছে ডিএসইকে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স

১৮ ডিসেম্বরের পর থেকে এ ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দাম ব্যাপক হারে বেড়েছে।

১৬ দিনের ব্যবধানে কোম্পানির শেয়ারের দর প্রায় ৯ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ৪৯ টাকা ২০ পয়সায়।

এই শেয়ার যারা সেসময় কিনে মঙ্গলবার বিক্রি করছেন তারা প্রায় দুলামিয়া ২০ দশমিক ৬০ শতাংশ মুনাফা করেছেন।

দুলামিয়া কটন

গত ২৭ ডিসেম্বরের পর থেকে ক্রমাগত দাম বেড়ে চলেছে কোম্পানির শেয়ারের।                                         

ছয় দিনের ব্যবধানে দুলামিয়া কটনের শেয়ারের দর প্রায় ৬ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ৩১ টাকা ৬০ পয়সায়।

জেড ক্যাটারির এই শেয়ার যারা সেসময় কিনে মঙ্গলবার বিক্রি করছেন তারা ২০ দশমিক ৬৪ শতাংশ মুনাফা করেছেন।

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস

এ ক্যাটেগোরির এই কোম্পানির শেয়ারের দাম ২৭ ডিসেম্বরের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

ছয় দিনে শেয়ারের দর প্রায় ৩ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ২০ টাকা ৩০ পয়সায়।

এই শেয়ার যারা সেসময় কিনে মঙ্গলবার বিক্রি করছেন তারা ড্রাগন ২২ দশমিক ৩৫ শতাংশ মুনাফা করেছেন।