লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 12:02 PM
Updated : 2 Jan 2018, 12:02 PM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ২৫ দশমিক ৫৫ পয়েন্ট; লেনদেন বেড়েছে ৬২ শতাংশের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৬৪ দশমিক ৫৭ পয়েন্ট; লেনদেন বেড়েছে ৯ শতাংশের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, নতুন বছরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিন মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হয় লেনদেন, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে ৬০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে প্রায় ২৩২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩০ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯১ পয়েন্টে।

সিএসইতে  ৩৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৪ দশমিক ১৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।