পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি ও ঋণ দেওয়ায় অনিয়ম করার দায়ে পিএফআই সিকিউরিটিজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 11:30 AM
Updated : 2 Jan 2018, 03:03 PM

নিয়ন্ত্রক সংস্থার মঙ্গলবারের নিয়মিত সভায় এই ব্রোকারেজকে ২৫ লাখ টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, নন মার্জিনেবল শেয়ারে মার্জিন ঋণ দেওয়া এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দিয়ে পিএফআই সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হওয়ায় ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।