আইপিও ছাড়তে অনুমতি পেল অ্যাডভেন্ট ফার্মা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মাকে শেয়ার ছেড়ে বাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 11:07 AM
Updated : 2 Jan 2018, 11:25 AM

কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা তুলবে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এই অর্থ যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১২ টাকা ৪৫ পয়সা।

বিগত চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।