বঙ্গজের শেয়ারের দর বাড়ছে অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে কোনো কারণ ছাড়াই।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 08:01 AM
Updated : 2 Jan 2018, 08:01 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২১ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ারদর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৫৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮৪ টাকা ৮৫ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। এর পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১ জানুয়ারি নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।