অর্ধদিবসে ডিএসইতে লেনদেন ২২২ কোটি টাকা

নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন 

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 07:14 AM
Updated : 2 Jan 2018, 07:14 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর প্রথম দেড়ঘণ্টায় কেনার চাপে শেয়ারের মূল্যসূচক একটানা ১৯ পয়েন্ট বাড়ে।

এর পর থেকে কিছুক্ষণ সূচক পতনের ধারায় থাকলেও ইতিবাচক ধারাতেই লেনদেন চলছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ প্রথম দুই ঘণ্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এই সময়ে টাকার অংকে লেনদেনের গতি আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ২২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল হাতবদল হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুপুর ১২টায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

আলোচিত সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৪৬ দশমিক ৮৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকা।