ব্যাংক ও ওষুধের শেয়ারে  চাঙা পুঁজিবাজার

আগের দিনের ধারাবাহিকতা রেখে সপ্তাহের শেষ কর্মদিবসও ব্যাপক চাঙাভাবেই কাটলো দেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 12:24 PM
Updated : 28 Dec 2017, 12:24 PM

বৃহস্পতিবার লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্য সূচক উর্ধ্বগতিতে থাকার পর কিছুক্ষণ একটু পতন হলেও পরে বাড়তে বাড়তে দিন শেষে প্রায় ১ শতাংশ বেড়েছে।

দুই বাজারেই সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ ও হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজারের ঊর্ধ্বগতির পেছনে ইসলামী ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বড় অবদান রয়েছে। তার সঙ্গে এদিন বাজারে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৮ কোটি টাকা ৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি ৩৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত রয়েছ ৩৫টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে প্রায় ৬ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ ১১ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৯০ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ২১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১১৩ কোটি ৯০ লাখ টাকা বেড়ে ১৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৪৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে।