নিরীক্ষককে সম্পদের হালনাগাদ তথ্য দেয়নি দেশ গার্মেন্টস

দেশ গার্মেন্টস হালনাগাদ তথ্য না দেওয়ায় নিরীক্ষক স্থায়ী সম্পদ, কারখানা ও যন্ত্রপাতির বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 10:21 AM
Updated : 28 Dec 2017, 10:21 AM
এসব বিষয়ে নিরীক্ষকের আপত্তিকর মন্তব্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে মুনাফা ও সম্পদও বেশি দেখিয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

বাংলাদেশ হিসাব মান (বিএএস)-১৬ অনুযায়ী, দেশ গার্মেন্টস কর্তৃপক্ষ পুনর্মূল্যায়নজনিত অতিরিক্ত (সারপ্লাস) সম্পদের উপর ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে অবচয় গণনা করেননি।

এর ফলে ওই অর্থবছরে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে বলে নিরীক্ষকের মত।