৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচবাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচবাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 09:25 AM
Updated : 28 Dec 2017, 09:25 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করতে পারবে।

ব্যাংকটি ব্যাসল-৩ অনুযায়ী টায়ার-২ মূলধন বাড়ানো ও মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে।

বন্ডটির বৈশিষ্ট হচ্ছে-অনিরাপদ, নন-কনভারটেবল,সাব-অর্ডিনেটেড বন্ড। সাত বছর মেয়াদী বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ডাচ-বাংলা ব্যাংক বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর প্রয়োজনে বন্ডটির যেকোনো ফিচার পরিবর্তন করতে পারে।