বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দেবে বিএসইসি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সহযোগিতা করতে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 03:41 PM
Updated : 27 Dec 2017, 06:23 AM
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬২১তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ই-৬/সি, শেরে বাংলা নগরে কমিশন ভবনে প্রশিক্ষণ কার্যক্রম দেওয়া হবে।

প্রতি প্রশিক্ষণে ৪০ জন বিনিয়োগকারী অংশ নিতে পারবেন। এজন্য আগে নিবন্ধন করতে হবে।

প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুক বিনিয়োগকারীরা অনলাইনে অথবা সরাসরি নিবন্ধন করতে পারবেন।