সেন্ট্রাল ফার্মা মুনাফা বাড়িয়ে দেখিয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আর্থিক বিবরণীতে মুনাফা ও সম্পদ বাড়িয়ে দেখিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 10:20 AM
Updated : 27 Dec 2017, 06:30 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পাঠানো নিরীক্ষকের `নেতিবাচক মন্তব্য’ থেকে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক বলেছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে স্বল্পমেয়াদী ঋণের বিপরীতে সুদজনিত সঞ্চিতি গঠন করা হয়নি; সম্পদের পরিমাণও বেশি দেখানো হয়েছে।

এছাড়া দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে চলতি অংশ ও দীর্ঘমেয়াদী অংশ সঠিকভাবে দেখানো হয়নি। বাংলাদেশ হিসাব মান (বিএএস) অনুযায়ী, দেনাদারের কাছে পাওনা টাকার বিপরীতে সঞ্চিতি গঠন করা হয়নি, যাতে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে।

এদিকে কোম্পানিটি থেকে অগ্রিম প্রদত্ত কর (ট্যাক্স) বকেয়া রয়েছে ২২ কোটি ৭৯ লাখ টাকা; করবাবদ বকেয়া রয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা।

কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এই উভয় হিসাবের মধ্যে সমন্বয় না করে, সম্পদ ও দায় অতিমূল্যায়িত করেছে বলে ডিএসইকে জানিয়ে নিরীক্ষক কোম্পানি।