অভিষেকে ১২ গুণ দর বেড়েছে নাহি অ্যালুমিনিয়ামের

পুঁজিবাজারে লেনদেনে অভিষেকের দিনে ৯ গুণ দর বেড়েছে প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 08:17 AM
Updated : 24 Dec 2017, 08:17 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা অভিহিত মূল্যে লেনদেন শুরু করা কোম্পানিটির দর সর্বোচ্চ ১২০ টাকায় উঠে। তবে সর্বশেষ বেলা ২টা ২০ মিনিটে শেয়ারটি ৮২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে এককোটি ৫০ লাখ সাধারণ শেয়ার (প্রতিটি শেয়ার ১০ টাকা করে) ছেড়ে ১৫ কোটি টাকা তুলতে বাজারে এসেছে নাহি অ্যালুমিনিয়াম। এর জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণে ২৩ অক্টোবর লটারি হয়।

বাজার থেকে তোলা অর্থ ব্যবসা সম্প্রসারণ, নতুন যন্ত্রপাতি আমদানি, ভবণ নির্মাণ, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।

এর মধ্যে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ২ টাকা ৫৬ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দেখানো হয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা।