এ্যাপোলো ইস্পাতের ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 01:22 PM
Updated : 23 Dec 2017, 01:22 PM

শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে শনিবার এজিএম অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ওই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কোম্পানির আয়-ব্যয় সম্পর্কিত আর্থিক বিবরণী এবং এর উপর নিরীক্ষকের প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আনসার আলী, পরিচালক এমএ মজিদ, মো. রফিক, স্বাধীন পরিচালক মো. আবু কায়সার, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবুল হাসান এবং কোম্পানি সচিব মো. সোহেল আমীন।

সভায় পরবর্তী অর্থবছরের (২০১৭-১৮ অর্থবছর) জন্য মেসার্স মালেক সিদ্দিকি ওয়ালী চার্টার্ড একাউন্টসকে নিরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।