দরপতনের ধারায় লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসেও আগের দিনের মতো শেয়ারের মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে বাংলাদেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 07:54 AM
Updated : 21 Dec 2017, 07:55 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় দুই শেয়ারবাজারেই মিশ্র সূচকে লেনদেন চললেও এরপর বিক্রির চাপ বেড়ে টানা দরপতন চলতে থাকে।

বেলা ১টা নাগাদ প্রথম আড়াই ঘণ্টা সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর; তবে আগের দিনের তুলনায় লেনদেনের গতি ছিল কিছুটা বেশি।

এই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ২১৫ কোটি ৮৩ লাখ টাকা।

এসময়ে হাতবদল হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৩ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সামান্য কমে একহাজার ৩৬৪ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২২৯ পয়েন্টে।

আড়াই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১১৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

আলোচিত সময়ে সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৩ লাখ টাকা।