লেনদেন বাড়লেও বিক্রির চাপে দরপতন

ব্যাংক ও টেলিযোগাযোগ খাতের মতো বড় মূলধনী খাতের দরপতনের প্রভাবে বাংলাদেশের পুঁজিবাজারে মূল্য সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 11:23 AM
Updated : 20 Dec 2017, 11:23 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই শেয়ারবাজারেই প্রধান মূল্য সূচকের সঙ্গে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে দুই বাজারেই প্রধান মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও এরপর বিক্রির চাপে চলে টানা দরপতন।

স্টক বাংলাদেশের বিশ্লেষণে, বাজারে নেতিবাচক প্রভাব ফেলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন।

এর পরে রয়েছে যথাক্রমে যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক, পুবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে ২৭টিরই দর কমেছে।

বড় বাজার মূলধনী খাতের মধ্যে শুধুমাত্র দুটি খাতের সার্বিক দর বেড়েছে। এর মধ্যে খাদ্য ও সহায়ক খাতে দশমিক ৪৬ শতাংশ ও প্রকৌশল খাত দশমিক ১২ শতাংশ বেড়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১১ কোটি টাকা ৫১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ১ লাখ টাকা বেশি।

টাকার অংকে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড।

এরপরে রয়েছে যথাক্রমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আলিফ ম্যানুফ্যাকচারিং, গ্রামীণফোন, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল,  ব্র্যাক ব্যাংক ও আমরা নেটওয়ার্কস।

বুধবার ডিএসইতে হাতবদল হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৩২ দশমিক ১৭ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৬৪ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক দশমিক ১২ দশমিক ৭১ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে ৩৭টির বা ৫৮ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে নয়টিই ছিল বীমা খাতের শেয়ার।

এই তালিকায় থাকা কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

দরপতনের শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস, যমুনা ওয়েল, দেশবন্ধু পলিমার, মেট্রো স্পিনিং, কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ), মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিনিং প্রিন্টিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, তাল্লু স্পিনিং মিলস, সোনারগাঁও টেক্সটাইলস এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস।

এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি ২১ লাখ টাকা বেড়ে ৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।