দুই ঘণ্টায় লেনদেন ১৮২ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ারের মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 07:09 AM
Updated : 21 Dec 2017, 07:24 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও এরপর বিক্রির চাপে চলে টানা দরপতন।

প্রথম আড়াই ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর; আগের দিনের তুলনায় লেনদেনের গতিও ছিল কিছুটা কম।

বেলা সাড়ে ১২টা নাগাদ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৮২ কোটি ৪২ লাখ টাকা।

এসময়ে হাতবদল হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক প্রায় ৩ পয়েন্ট কমে একহাজার ৩৬৭ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৩৩ পয়েন্টে।

দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে প্রায় ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৩৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

আলোচিত সময়ে সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৩ লাখ টাকা।