ব্যাংক, বীমায় বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে ব্যাংক ও বীমা খাতের প্রভাবে আগের দিনের চাঙাভাব ধরে রেখেছে পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 11:55 AM
Updated : 19 Dec 2017, 11:55 AM

মঙ্গলবার এই খাতের কোম্পানিগুলোর শেয়ারের উপর ভর করে সূচক সামান্য বেড়েছে; সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেনও।

তবে ব্যাংক ও বীমা খাত ছাড়া বাকি সব খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন লেনদেন শুরুর পর বেশ কিছুক্ষণ মূল্যসূচকের ঊর্ধ্বগতিতে বেশ তেজিভাব দেখা যায়। পরের দিকে গতি কিছুটা কমে এলেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখেই পুঁজিবাজারের দিন শেষ হয়।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৭০ শতাংশের দাম বেড়েছে, যা সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বীমা খাতের ৫৮ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি টাকা ৫৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৭ লাখ টাকা বেশি।

তবে সূচক ও লেনদেন বাড়লেও বাজারে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত রয়েছ ৩৯টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৭০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে ৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করছে।