লেনদেনে শীর্ষ গ্রামীণফোন

আগের দিনের নেতিবাচক অবস্থা থেকে পুঁজিবাজারের উত্তরণে একক কোম্পানি হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 02:17 PM
Updated : 18 Dec 2017, 02:17 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে টেলিযোগাযোগ খাতের শীর্ষ এই কোম্পানি।

টাকার অংকে গ্রামীণফোনের ২৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ২ শতাংশ।

এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬ হাজার ৪৫৪টি শেয়ার ৯৫৯ বারে হাতবদল হয়েছে।

এদি ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

কোম্পানিটির ২৫ লাখ ৩৮ হাজার ৯০টি শেয়ার দুই হাজার ৯৩১ বারে হাতবদল হয়, যার বাজারমূল্য ৯১ লাখ ৮৮ হাজার ৯৯১ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড একহাজার ৪২৮ বারে ২৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১৯ কোটি ১০ লাখ, ন্যাশনাল টিউবস ১২ কোটি ৫৭ লাখ, সিটি ব্যাংক ১০ কোটি ৯৮ লাখ, ইসলামী ব্যাংক ৯ কোটি ৯১ লাখ, আমরা নেট ৭ কোটি ৪৩ লাখ, ব্রাক ব্যাংক ৭ কোটি ৬ লাখ ও লংকাবাংলা ফাইন্যান্স ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।