ব্যাংকে ভর করে চাঙা পুঁজিবাজার

ব্যাংক ও আর্থিক খাতসহ বড় বাজার মূলধনী কোম্পানিগুলোর প্রভাবে সপ্তাহের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 11:57 AM
Updated : 18 Dec 2017, 11:57 AM

আগের দিন দরপতনের সঙ্গে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হলেও সোমবার সূচক ও লেনদেন- দুটোই বেড়েছে।

লেনদেন শুরুর পর বেশ কিছুক্ষণ মূল্যসূচকের ঊর্ধ্বগতিতে বেশ তেজিভাব দেখা যায়। পরের দিকে গতি কিছুটা কমে এলেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখেই পুঁজিবাজারের দিন শেষ হয়।

ডিএসইতে সূচকের উত্থানে বড় ভুমিকা রেখেছে গ্রামীণফোন, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক ও ইসলামী ব্যাংক।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৭৬ শতাংশের দাম বেড়েছে, যা সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে আর্থিক প্রতিষ্ঠান খাত ছাড়া প্রায় সব খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি টাকা ৩০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি ৩ লাখ টাকা বেশি।

তবে সূচক ও লেনদেন বাড়লেও বাজারে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছ ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৭৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি ৭৭ লাখ টাকা বেড়ে ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে।