ইউপিজিডিসিএলকে ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠাতে নির্দেশ হাই কোর্টের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিকে (ইউপিজিডিসিএল) ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 08:14 AM
Updated : 17 Dec 2017, 08:21 AM

কোম্পানির পক্ষ থেকে জানানো এই তথ্য রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্বের কথা জানিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণে হাই কোর্টে আবেদন করে ইউপিজিডিসিএল।

শুনানি শেষে ১৩ ডিসেম্বর ইউপিজিডিসিএলকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত না করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও দুই স্টক এক্সচেঞ্জকে উচ্চ আদালত নির্দেশ দিয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে পারবে না।

ইউপিজিডিসিএল ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

নির্ধারিত সময়ের মধ্যে এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে বা হিসাব বছরের উপর ভিত্তি করে লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে বা টানা ছয় মাস উৎপাদন বন্ধ থাকলে বা রাজস্ব সঞ্চিতি সমন্বয়ের পর সমন্বিত লোকসান পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হলে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠায় স্টক এক্সচেঞ্জ।