বিডি অটোকারসকে লাখ টাকা জরিমানা

আর্থিক প্রতিবেদনে তথ্য গোপনের অভিযোগে প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকারসকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 03:39 PM
Updated : 14 Dec 2017, 03:39 PM

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডি অটোকারস ২০১৪ সালের জুন ৩০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বাংলাদেশ হিসাব মান অনুযায়ী প্রাথমিক ব্যয়, পরিবর্তিত রাজস্ব ব্যয়, বরাদ্দবিহীন খরচ ও অর্ধবার্ষিকের সম্পদের ওপর অবচয় যথাযথভাবে হিসাবভুক্ত করেনি।

ওই হিসাব বছরেই কোম্পানিটি খরচের দায় ৬৩ লাখ ৮৪ হাজার ৭৪ টাকা, খরচের দায়ের তূলনামূলক স্থিতি ৫২ লাখ ৩২ হাজার ৩৮৩ টাকা এবং বার্ষিক আয়সহ অন্যান্য আয় থেকে সংগ্রহ ৭ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকার বিষয়ে কোনো তথ্য প্রদান করেনি, যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।

সেজন্য কমিশন বিডি অটোকারসকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।