কাশেম ড্রাইসেলসের ১৮% বোনাস লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলসের শেয়ারহোল্ডারা ১৮ শতাংশ  বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 12:09 PM
Updated : 14 Dec 2017, 12:09 PM

বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় কাশেম ড্রাইসেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসভীর উল ইসলাম, পরিচালক  রেয়ান আনিস ইসলাম, নাফিসা কাশেম, সামিদ কাশেম এবং তারিক আবুল আলাসহ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তাসভীর উল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি গত কয়েক দশকে ড্রাইসেল উৎপাদন ছাড়া আরও বেশ কিছু পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ করে আসছে। সম্প্রতি বাংলাদেশে প্রথম কম্প্রেসড টিনক্যান উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করেছে এবং এরোসল স্প্রে উৎপাদন কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।

“এ ধরণের নানা ব্যবসা সম্প্রসারণে কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করে  কাশেম ড্রাইসেলস নামে ব্যবসা পরিচালনা করা এখন আর যক্তিযুক্ত নয়। কোম্পানির নাম পরিবর্তিত হয়ে এখন হবে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।”

উপস্থিত শেয়ারহোল্ডাররা এ  ঘোষণাকে  স্বাগত জানান।