ঊর্ধ্বমুখী সূচক পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে; সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 11:23 AM
Updated : 14 Dec 2017, 11:27 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচকের পতন হয়ে নেতিবাচক অবস্থায় চলে যায়।

তবে এরপর উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ইতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয় পুঁজিবাজারে। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে; অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৭ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৯৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৪ দশমিক ২১ পয়েন্টে।