আস্বাভাবিক দর বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের

বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দর আস্বাভাবিক হারে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 08:59 AM
Updated : 14 Dec 2017, 08:59 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবাসইটের কোম্পানিটির দেওয়া এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২৯ অক্টোবর থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর বেড়ে চলছে। ওই দিন এই কোম্পানির শেয়ারের দর ছিল ৩৭ টাকা ৬০ পয়সা, বুধবার দিন শেষে বেড়ে ৫০ টাকা ৮০ পয়সায় উঠে।   

অর্থাৎ ৩৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা ২০ পয়সা বা ৩৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। 

কোম্পানিটির দরবৃদ্ধির এই হারকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই।

জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারটির দর বাড়ার পেছনে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই।

পুঁজিবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

৩৮ কোটি ৯০ লাখ টাকার পরিশোধিত মূলধন ও ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের তিন কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে বাজারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির ৪১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে, ২১ দশমিক ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৭ দশমিক ৩৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।