সরকারি ২ চিনিকলের দরবৃদ্ধি অস্বাভাবিক

সরকারি কোম্পানি জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগার মিলস তাদের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে কোনো কারণ খুঁজে পায়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 08:16 AM
Updated : 13 Dec 2017, 08:16 AM

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি দুটির পক্ষ থেকে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এই তথ্য জানানো হয়েছে।

১৪ নভেম্বর থেকে জিলবাংলার শেয়ারদর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪১ শতাংশ বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত শেয়ারটির দর ৫৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৮০ টাকা ৮০ পয়সায় উঠেছে।

একই সময়ে শ্যামপুর সুগার মিলের শেয়ারদর ২৬ টাকা ২০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সা বা ১১৯ শতাংশ বেড়েছে। মঙ্গলবার শেয়ারটির বেড়ে সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

কোম্পানি দুটির শেয়ারের এই দর বাড়ার হারকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চেয়ে ডিএসই মঙ্গলবার নোটিস পাঠায়।

এর জবাবে জেড ক্যাটাগরির কোম্পানি দুটি জানায়, তাদের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

জিলবাংলা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৮ সালে। গত ৫ বছর লোকসানে আছে কেম্পানিটি; দেয়নি কোনো লভ্যাংশ ।

১৯৯৬ সালে তালিকাভুক্ত শ্যামপুর সুগার চার বছর ধরে টানা লোকসানে রয়েছে। কোম্পানিটি সর্বশেষ গতবছর ৩৪ কোটি ৮৮ লাখ টাকা লোকসান দেখিয়েছিল।