দরপতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় দিন পুঁজিবাজারে লেনদেন ইতিবাচকভাবে শুরু হলেও দরপতনের মধ্য দিয়েই দিন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 10:53 AM
Updated : 11 Dec 2017, 10:56 AM

সোমবার প্রথম দুই ঘণ্টায় দুই শেয়ারবাজারেই মূল্য সূচকে ঊর্ধ্বগতি দেখা দেখা গেলেও পরের দুই ঘণ্টার বিক্রির চাপ সামলাতে পারেনি। মূল্যসূচক নামতে নামতে শেষ পর্যন্ত নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয়।

দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরও।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ছয় হাজার ১৯৬ পয়েন্টে নেমেছে। লেনদেন আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছ ৪৭টির।

বাজার বিশ্লেষণী পোর্টাল স্টক বাংলাদেশের তথ্যানুযায়ী, ডিএসইতে দরপতনে মূল ভূমিকা রেখেছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, লাফার্জ সুরমা ও আইসিবি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে ১৯ হাজার ১৭৭ পয়েন্টে নেমেছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় এককোটি ৫১ লাখ টাকা কম।

লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।