দুই ঘণ্টায় লেনদেন ২২৩ কোটি টাকা

শেয়ারের মূল্য সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 08:06 AM
Updated : 11 Dec 2017, 08:06 AM

সোমবার লেনদেন শুরুর পর প্রথম ২ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে ২২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮২ পয়েন্টের উপরে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৪ পয়েন্টের উপরে উঠেছে।

এদিকে সোমবার প্রথম দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২২৩ পয়েন্টের উপরে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।