পুঁজিবাজারের উন্নতির জন্য চাই বড় কোম্পানি: বাণিজ্যমন্ত্রী

পুঁজিবাজারে উন্নতির জন্য বহুজাতিক কোম্পানির পাশাপাশি বড় কোম্পানির তালিকাভুক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 01:34 PM
Updated : 7 Dec 2017, 01:34 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “এই বাজারে গভীরতা-স্থিতিশীলতা বাড়ানোর জন্য বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে পদক্ষেপ নিতে হবে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাজ করা উচিত।

“২০১০ সালে মার্কেটে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সঠিক নেতৃত্বের কারণে আজ মার্কেট স্থিতিশীল।”

তোফায়েল বলেন, শিক্ষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। কিন্তু বাজার ঠিক না থাকলে সেটা সম্ভব না।

“বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সুদের হার সবার চেয়ে বেশি। এ কারণে আমাদের এফডিআর কমে গেছে। তাহলে মানুষ করবে কী? মানুষ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করেছে। সেজন্য সকলকে সর্তক থাকতে হবে।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) চেয়াম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যদি অনিয়ম হয় সে ক্ষেত্রে চুপ করে বসে থাকতে পারে না বিএসইসি।

“যেখানে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, বিএসইসি আইন প্রণয়ন এবং তার কঠোর বাস্তবায়নের মাধ্যমে ভূমিকা রাখে।”