নেতিবাচক ধারায় পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 12:21 PM
Updated : 7 Dec 2017, 12:21 PM

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন কমেছে; সঙ্গে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দরও।

বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দিন শেষে ৬ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৪ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে  বিডি থাই অ্যালুমিনিয়াম; কোম্পানিটি ১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এর পরে যথাক্রমে রয়েছে বারাকা পাওয়ার, সিটি ব্যাংক, সিএমসি কামাল, এএমসিএল প্রাণ, এফএএএস ফাইন্যান্স, গ্লোডেন হার্ভেস্ট অ্যাগ্রো, ফু-ওয়াং ফুড ও ব্রাক ব্যাংক।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।