গ্রামীণ বিদ্যুতায়নে বিবিএস ক্যাবলস

গ্রামীণ বিদ্যুতায়নের কাজে বাংলাদেশ গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে চুক্তি করেছে বিবিএস ক্যাবলস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 11:30 AM
Updated : 5 Dec 2017, 11:30 AM

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটি দেশের কয়েকটি বিভাগের বিদ্যুতের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিবিএস ক্যাবলস নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য বিআরইবি থেকে  “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে।

কোম্পানিটি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রকল্পের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেকটি কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিবিএস ক্যাবলসের ১৬ দশমিক ৩৩ শতাংশ শেয়ার ধারণ করে।