সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় দিনে আগের দিনের উল্টো চিত্র দেখা গেছে পুঁজিবাজারে; দুই বাজারেই সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 10:46 AM
Updated : 5 Dec 2017, 10:46 AM

মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় দুই শেয়ারবাজারেই মূল্য সূচকে বেশ ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ঊর্ধ্বগতিতেই লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা বেড়েছে। দুই বাজারেই হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি টাকা ৫০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি ৬১ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছ ৫০টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৭৮ পয়েন্টে ঠেকেছে ।

অপরদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩৭ লাখ ২৯ হাজার টাকা বেড়ে ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেচে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৭১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে।